Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

গাইবান্ধা সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সুনামের সহিত পরিচালিত হচ্ছে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখা।

এজেন্ট: মোঃ আব্দুল খালেক মিয়া, উদ্যোক্তা, ঘাগোয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

মোবাইল নম্বারঃ ০১৭১২৯৪৪১৩৯

 এজেন্ট ব্যাংকিং এর সংজ্ঞাØ
এজেন্ট ব্যাংকিং হলো একটি বৈধ এজেন্সি চুক্তির অধীনে এজেন্টদের নিয়োগ দানের মাধ্যমে জনগণ এবং গ্রাহকদের সীমিত স্কেলে ব্যাংকিং এবং আর্থিক সেবা প্রদান।

Agent Banking এর সংজ্ঞায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে-
Agent Banking means providing limited scale banking and financial services to the underserved population through engaged agents under a valid agency agreement, rather than a teller/ cashier. It is the owner of an outlet who conducts banking transactions on behalf of a bank.

অর্থাৎ এজেন্ট ব্যাংকিং এর অর্থ হল টেলার বা ক্যাশিয়ারের পরিবর্তে কোন সংস্থার সাথে বৈধ চুক্তির অধীনে সীমিত স্কেলে ব্যাংকিং ও আর্থিক পরিষেবাগুলো এজেন্টের মাধ্যমে জনসাধারণের কাছে প্রদান করা। এটি একটি ব্যাংকের পক্ষে ব্যাংকের লেনদেন পরিচালনা করে এমন একটি আউটলেটের মালিক।

 ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংØ
● বাংলাদেশের নিরবচ্ছিন্ন জনসাধারনের দোরগোড়ায় কম খরচে আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসাবে সুরক্ষিত ও সুনিয়ন্ত্রিত আর্থিক সেবা প্রদান করা।
● বাংলাদেশের গ্রামীণ এবং বিচ্ছিন্ন ব্যাংক বহির্ভূত সাধারণ নাগরিকদের প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে আরো সুরক্ষিত আর্থিক মাধ্যম তৈরি করা।

 ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্দেশ্যØ
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের সাফল্য নিম্নলিখিত উদ্দেশ্য পূরণের উপর নির্ভর করেঃ
● সমগ্র দেশে ব্যাংক বহির্ভুত জনগণের কাছে সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা প্রদান করা।
● সমগ্র দেশে এজেন্ট বুথগুলো তৈরি করা এবং আর্থিক পরিষেবা উদ্যোক্তা তৈরি করা।
● সমগ্র দেশ জুড়ে জেলা/ উপজেলা পর্যায়ের অফিস চালু করা।
● প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সেবা প্রদান।
● ইউটিলিটি বিল পেমেন্ট, পাসপোর্ট ফি পেমেন্ট, সোশ্যাল সেফটি নেট পেমেন্ট সার্ভিস ইত্যাদি সুবিধা প্রদান করা।
● এজেন্ট পয়েন্ট থেকে কৃষি, এসএমই এবং খুদ্র ঋণ প্রদান।
● এজেন্ট পয়েন্ট মাধ্যমে ই কমার্স সেবা প্রদান।
● স্থানীয় এলাকায় স্কুল ব্যাংকিং সেবা প্রদান।
● সম্ভাব্য খুদ্র ও এসএমই উদ্যোক্তা গড়ে তোলা।

 ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের সেবা সমূহØ
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় নিম্নলিখিত সেবা সমূহ দিয়ে থাকেঃ
● সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা;
● স্কুল ব্যাংকিং হিসাব খোলা;
● মাসিক সঞ্চয়ী হিসাব খোলা;
● মেয়াদী সঞ্চয়ী হিসাব খোলা;
● নগদ জমা ও উত্তোলন;
● ফান্ড ট্রান্সফার (ব্যাংক এশিয়ার যে কোন হিসাবে);
● EFTN এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোন ব্যাংকের হিসাবে);
● বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান;
● বিদ্যুৎ বিল প্রদান;
● পাসপোর্ট ফি গ্রহন;
● ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান;
● ভোক্তা ঋণ প্রদান;
● কৃষি ঋণ প্রদান;
● ডেবিট কার্ড প্রদান;
● ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সুবিধা প্রদান।

 এজেন্ট ব্যাংকিং এর জন্য যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানØ
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং নিম্নলিখিত যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে থাকেঃ
● আইটি ভিত্তিক আর্থিক সেবা পরিচালনা করতে সক্ষম শিক্ষিত ব্যক্তি;
● ফার্মেসী, দোকান এবং পেট্রোল পাম্প/ গ্যাস স্টেশনের মালিক;
● এজেন্টকে আর্থিকভাবে সচ্ছল এবং যথেষ্ট নগদ লেনদেনের ক্ষমতা থাকতে হবে;
● ব্যাক্তিগত প্রতিষ্ঠান
● একক মালিকানা
● অংশীদারী ব্যবসা
● মোবাইল নেটওয়ার্ক অপারেটরের এজেন্ট।