Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

কালের পরিক্রমায় ব্রম্মপুত্র নদীর কিনারা ঘেষে গাইবান্ধা সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ঘাগোয়া ইউনিয়ন। সময়ের বিবর্তনে ঘাগোয়া ইউনিয়ন আজ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, আধুনীকায়ন ও ডিজিটাল কর্মকান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।

 

যেভাবে যেতে হয়ঃ গাইবান্ধা সদর উপজেলার পুরতান ব্রীজ নাম স্থান হতে ১০ কিলোমিটার দুরে ঘাগোয়া ইউনিয়ন। পুরাতন ব্রীজ থেকে অটো, রিক্সা, সিএনজি বা অন্য কোন বাহনে ঘাগোয়া ইউনিয়নে যাওয়া যায়। ভাড়া- জন প্রতি ২০-৩০ টাকা।

 

১০নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদ

গাইবান্ধা সদর, গাইবান্ধা।

এক নজরে ঘাগোয়া ইউনিয়ন পরিষদ

উনিয়ন পরিষদের নাম ও ঠিকনা

১০ নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদ, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

আয়তন

২০.৯৯ (বর্গ কিঃ মিঃ)

লোকসংখ্যা

৩৫০০০ জন (প্রায়)

পাড়াসংখ্যা

৩২ টি।

মৌজার সংখ্যা

৩ টি।

হাট/বাজার সংখ্যা

৩ টি।

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম

সকল যানবাহন।

শিক্ষার হার

৮৫%

জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার

১০০%

ডিগ্রী কলেজ

১টি

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য অন লাইনে এন্ট্রি

১০০%

সরকারী প্রাথমিক বিদ্যালয়

১১টি

উচ্চ বিদ্যালয়

৪টি

মাদ্রাসা

২টি।

গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান

২ টি

টিসিবি

২০৭৮ জন

খাদ্য বান্ধব কর্মসূচী

১০৬২ জন

মাতৃত্ব ভাতাভোগী

১৯৬ জন

দুস্থ মাতা

১৩৮ জন

ভিজিএফ

৩৩৩১ জন

বয়স্ক ভাতা

১৩০৬ জন

বিধবা ভাতা

৭১৬ জন

প্রতিবন্ধী ভাতা

৫৯৯ জন

ঐতিহাসিক/পর্যটন স্থান

১টি, মীরের বাগান।

গ্রাম সমূহের নাম

দারিয়াপুর, মিরের বাগান, যুগিরঘাট, বামুনীপাড়া, হিন্দুপাড়া, কুমারগাড়ী, মন্ডলপাড়া, দাড়িয়াপুর পূর্বপাড়া, দাড়িয়াপুর পশ্চিমপাড়া, কলেজপাড়া, সরকাপাড়া, চেংগেরভিটা, মধুপুর, ফকিরপাড়া, আদর্শগ্রাম, শাহাপাড়া, গংলারডোবা, পূর্বপাড়া, শোলাগাড়ী, পন্ডিতপাড়া, ঠেংগামারা, নতুগ্রাম, কাটিহারা, চেররগ্রাম, বাধেরধার, দাড়িয়াবাতা, মিস্ত্রীপাড়া, বক্সীপাড়া, মাদ্রাসাপাড়া, কাজিরজোত, মধ্যপাড়া, মুক্তারপাড়া, ৮ নং ওয়ার্ড অংশ, কোনারপাড়া

ইউনিয়ন পরিষদের জনবল

 নির্বাচিত চেয়ারম্যান- ১ জন।

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন দাফাদার ও গ্রাম পুলিশ – ১০ জন।

৪) ইউডিসি উদ্যোক্তা- ২ জন।

৫) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ১জন।

মৎসজীবি সমবায় সমিতির সংখ্যা

১টি।

মোট মৎসজীবির সংখ্যা

২০৮ জন।

সার্বক্ষণিক

৫৪ জন

খন্ডকালীন

১৫৪ জন

পুকুরের সংখ্যা

২০৯টি, আয়তন ২৮হেক্টর।

ইউনিয়নে মোট জমি

১৫৯৯ হেক্টর।

ইউনিয়নের মোট আবাদী জমি

১৩৯৩ হেক্টর।

উচুঁ জমি বন্যা মুক্ত

১৮৫ হেক্টর।

মাঝারী উচুঁ জমি

২১২ হেক্টর।

মাঝারী নিচুঁ জমি

৩২৭ হেক্টর।

নিচুঁ জমি

২১৭ হেক্টর।

অতি নিচুঁ জমি

৩৫৫ হেক্টর।

চর ভুমি

৫৭ হেক্টর।

এক ফসলী জমি

২.০০ হেক্টর।

দুই ফসলী জমি

৩৩৬.০০ হেক্টর।

তিন ফসলী জমি

৭৯২.০০ হেক্টও

ফসলী জমি

১৩০.০০ হেক্টর।

ফল বাগান

১.০০ হেক্টর।

ভুট্টা

৪৪ হেক্টর।

সাময়িক পতিত

৭.০০হেক্টর।

পুকুর জলাশয়

২৮.০০ হেক্টর।

ফসলের নিবিরতা

২২৯.৬৪% হেক্টর।

মোট উৎপাদন

১০,৫২০ মেঃটন।

মোট চাহিদা

১১,৪২০মেঃটন।

মোট ঘাটতি

৯০০মেঃটন।

ইউনিয়নে বর্তমানে চাষকৃত প্রধান ফসলাদী

ধান,পাট,গম,ভুট্টা,সরিষা,ফলমূল, আলু, তরিতরকারী, শাকশব্জি, আদা, রসুন ইত্যাদি।

ইউনিয়নের সেচ ব্যবস্থা

চাষাবাদপদ্ধতি প্রধানত বৃষ্টি নির্ভরশীল। তবে গভীর ও অগভীর নলকুপ, পাওয়ার পাম্প ওঅন্যান্য সেচ যন্ত্রের সাহায্যে প্রায় ১৩৫০ হেক্টর জমিতে সেচ দিয়া চাষাবাদকরা হয়। বর্তমানে সেচের সাহায্যে বোরো ধান,গম আলু, সরিষা প্রভৃতি চাষাবাদকরা হচ্ছে। এতে জমির প্রতিবন্ধকতা দুর করে ফসল উৎপাদন যথেষ্ট বৃদ্ধিপেয়েছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভু-গর্ভস্থ পানি যথা সম্ভবকমব্যবহার করা এবং পুকুর, জলাশয়ও নদীর পানির ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিতেহবে।

ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ১টি ও উপ স্বাস্থ্য কেন্দ্র ১টি

০২ টি

কমিউনিটি ক্লিনিক

০২ টি

কার্যরত এনজিও এর সংখ্যা

০৮ টি

রাস্তা (কি.মি)

২৬০ কিলোমিটার (প্রায়)

মোট পাকা রাস্তার দৈর্ঘ্য

১২ কিলোমিটার

নদ-নদী

২টি, মানস ও ঘাঘট নদী

ঘাগোয়ায় নদ-নদীর দৈর্ঘ

০৮ কিলোমিটার