১।দারিয়াপুর হাট ও বাজারঃ এই হাটটি ঘাগোয়া ইউনিয়নের উত্তর প্রান্তে অবস্থিত। এখানে প্রতি মঙ্গল ও শুক্রবার হাট বসে এবং প্রতি দিন বাজার বসে। বাজারেসকল ধরনের তরিতরকারী, মাছ, মাংস, মসলা, ঔষধ, কাপড়, হার্ড ওয়ার সামগ্রী, সার, তেল ইত্যাদি ছাড়াও বিভিন্ন সামগ্রী পাওয়া যায় ও দুই দিনের হাটেবাজারের সকল সামগ্রী ছাড়াও গরূ, ছাগল, মহিষ, ভেড়া, সাইকেল, রিক্সা, ভ্যান, রেডিও, ডিভি ইত্যাদি ক্রয়-বিক্রয় হয়।
দারিয়াপুর হাট ও বাজারে যেতে হলেঃ গাইবান্ধা সদরের ব্রীজ নামক স্থান থেকে রিক্সা, অটো, সিএনজি বা অন্য কোনবাহন যোগে এখান থেকে ৭ কিঃমিঃ দুরুত্বের দারিয়াপুর হাট ও বাজারে যাওয়া যায়।