মিরেরবাগানঃ গাইবান্ধা সদর উপজেলার ১০ নং ঘাগোয়া ইউনিয়নে মিরেরবাগান নামক দর্শনীয় স্থানটি অবস্থিত। এখানে একটি ঐতিহাসিক মসজি ও কবর স্থান আছে। কথিত আছে যে, এই কবরে কিছু মহান মানুষ সায়িত হয়েছেন। এই কবর স্থানটি মাজার বলেও পরিচিত। প্রতি বৈশাখ মাস ব্যপি এখানে বিভিন্ন মানুষের সমাগম ঘটে। তারা পোলাও রান্না করে গরীব মানুষের মাঝে বিতরণ করে। কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে, কোন বিপদের মহুর্তে বিপদ মুক্তির জন্য এই মাজারের নামে মানত করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।
দুরত্বঃ গাইবান্ধা সদর উপজেলা হতে ৮ কিঃ মিঃ
যে ভাবে এই দর্শনীয় স্থানে যাওয়া যায়ঃ গাইবান্ধা সদর উপজেলার ব্রীজ নাম স্থান হতে দারিয়াপুর হাট হয়ে অটো, রিক্সা বা অন্য যে কোন যানবাহনে মিরের বাগানে যাওয়া যায়। ভাড়া অনুমানিক জন প্রতি-১৫ টাকা।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাট স্থানীয় ভাবে বহুল পরিচিত একটি হাট। এখান থেকে মিরের বাগানের দুরত্বঃ ১ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস