Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য সার্ভিস

 

ক. মৎসজীবি সমবায় সমিতির সংখ্যাঃ       ১টি।

খ. মোট মৎসজীবির সংখ্যাঃ  ২০৮ জন।

গ. সার্বক্ষণিকঃ  ৫৪ জন।

ঘ. খন্ডকালীনঃ ১৫৪ জন।

ঙ. সাবসিসট্যান্ডঃ নাই।

মোটঃ ২৮০ জন।

বে-সরকারী সংস্থা / প্রতিষ্ঠান পুকুরের সংখ্যা  ২০৯টি,  আয়তন ৫৮হেক্টর।

বে-সরকারী হ্যাচারীর সংখ্যা=নাই, আয়তন নাই।

 মোট পুকুরের সংখ্যা = ১০৯টি, আয়তন ২৮ হেক্টর।

ইউনিয়নে মোট জমি= ১৫৯৯ হেক্টর।

 ইউনিয়নের মোট আবাদী জমি  = ১৩৯৩ হেক্টর।

ক. উচুঁ জমি বন্যা মুক্ত =          ১৮৫ হেক্টর।

খ. মাঝারী উচুঁ জমি    =          ২১২ হেক্টর।

গ. মাঝারী নিচুঁ জমি   =          ৩২৭ হেক্টর।

ঘ. নিচুঁ জমি            =          ২১৭ হেক্টর।

ঙ. অতি নিচুঁ জমি      =          ৩৫৫ হেক্টর।

চ. চর ভুমি             =            ৫৭ হেক্টর।

ভূমির ব্যবহারঃ

ক. এক ফসলী জমি   =       ২.০০ হেক্টর।

খ.  দুই ফসলী জমি   = ৩৩৬.০০ হেক্টর।

গ.  তিন ফসলী জমি  =   ৭৯২.০০ হেক্টও, ভুট্টা = ৪৪ হেক্টর।

ঘ. ফসলী জমি        =  ১৩০.০০ হেক্টর।

ঙ. ফল বাগান         =       ১.০০ হেক্টর।

চ. সাময়িক পতিত    =        ৭.০০হেক্টর।

ক. পুকুর জলাশয়     =     ২৮.০০ হেক্টর।

ক. ফসলের নিবিরতা = ২২৯.৬৪% হেক্টর।

কৃষিজাত পণ্যঃ

ইউনিয়নের কৃষিজাত পণ্যের পরিস্থিতিঃ মোটামুটি ভাল।

খাদ্য পরিস্থিতি  (বার্ষিক)

ক. মোট উৎপাদন  = ১০,৫২০ মেঃটন।

ক. মোট চাহিদা    =  ১১,৪২০মেঃটন।

ক. মোট ঘাটতি    =   ৯০০মেঃটন।

 ইউনিয়নে বর্তমানে চাষকৃত প্রধান ফসলাদীঃ

ধান,পাট,গম,ভুট্টা,সরিষা,ফলমূল, আলু, তরিতরকারী, শাকশব্জি, আদা, রসুন ইত্যাদি।ইউনিয়নের সেচ ব্যবস্থাঃ

চাষাবাদ পদ্ধতি প্রধানত বৃষ্টি নির্ভরশীল। তবে গভীর ও অগভীর নলকুপ, পাওয়ার পাম্প ও অন্যান্য সেচ যন্ত্রের সাহায্যে প্রায় ১৩৫০ হেক্টর জমিতে সেচ দিয়া চাষাবাদ করা হয়। বর্তমানে সেচের সাহায্যে বোরো ধান,গম আলু, সরিষা প্রভৃতি চাষাবাদ করা হচ্ছে। এতে জমির প্রতিবন্ধকতা দুর করে ফসল উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভু-গর্ভস্থ পানি যথা সম্ভবকম ব্যবহার করা এবং পুকুর, জলাশয়ও নদীর পানির ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিতে হবে।